তিনটি সেতুতে অতিরিক্ত টোল আদায় এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভার নামে চাঁদা আদায়ের অভিযোগে সিলেটে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগামী ৯ নভেম্বর সকাল ৬টা থেকে শুরু হবে এই ধর্মঘট।
সোমবার রাতে পরিষদের এক সভা থেকে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। পণ্য পরিবহন শ্রমিকদের এই ধর্মঘটের সাথে একাত্মতা পোষন করেছেন বাস-মিনিবাস ও সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দও।
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার জানান, সিলেটের লামাকাজি, শেরপুর, ফেঞ্চুগঞ্জ ও শেওলা সেতুতে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এছাড়া জেলার গোয়াইনঘাট উপজেলা ও ছাতক পৌরসভার নামে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। এসব অনিয়ম বন্ধের দাবিতে পরিবহন শ্রমিকরা বিভিন্ন সময় প্রশাসনের কাছে আবেদন করলেও কার্যকর কোন উদ্যোগ নেয়া হয়নি। তাই আগামী ৯ নভেম্বর থেকে সিলেট জেলায় ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
এদিকে, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের সাথে একাত্মতা পোষণ করেছেন সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজি অটো রিকশা ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন