সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় কিশোরী ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। সোমবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. সুহেল মিয়া (৪০) মদিনা মার্কেটের কালিবাড়ি এলাকার লতিফ মঞ্জিলের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান।
ওসি তিনি জানান, ভিকটিম কিশোরী ও অভিযুক্ত সুহেল পাশাপাশি বাসায় থাকেন। গত সোমবার দুপুরে ওই কিশোরীকে সুহেল তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে সোমবার রাতে ভিকটিম বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে রাতেই পুলিশ সুহেলকে গ্রেফতার করে।
ওসি নাজমুল হুদা খান আরও জানান, ভিকটিমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃত সুহেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম