বরিশালে মাদক উদ্ধার অভিযানে গোয়েন্দা পুলিশের দুই সদস্যের উপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর রূপাতলী মান্নান খান সড়কে ওই হামলার সময় ৪৩ পিস ইয়াবাসহ ২ জন এবং হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
এ ঘটনায় ইয়াবা উদ্ধার এবং পুলিশের উপর হামলার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় দুটি মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান।
তিনি আরও জানান, গতকাল বুধবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল রূপাতলী মান্নান খান সড়কে অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করে। এ সময় তাদের সহযোগীরা পুলিশের উপর অতর্কিতে হামলা চালায়। হামলায় গোয়েন্দা পুলিশ সদস্য মো. হানিফ ও মো. আনোয়ার আহত হয়। তাদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ওই রাতেই গোয়েন্দা পুলিশের অতিরিক্ত সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে আরও ৩ হামলাকারীকে গ্রেফতার করে।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ৫ জনকে আসামি করে একটি মাদক মামলা এবং ২১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই দুই মামলায় গ্রেফতার ৫ জনকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান উপ-কমিশনার মো. মনজুর হোসেন।
বিডি প্রতিদিন/আবু জাফর