'গুণগত মান, সেবা ও মূল্যবোধের মাধ্যমে অধিকতর গ্রাহক সন্তুষ্টি'- এই মূলমন্ত্রে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস বার্ষিক বিক্রয় সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হল। গত ২০ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে (বিআইসিসি) কোম্পানির ২০১৭ সালের বার্ষিক বিক্রয় সম্মেলনে কোম্পানির উর্দ্ধতন ব্যবস্থাপক এবং বিক্রয় বিপনন কর্মী ও কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
নির্বাহী পরিচালক নাজমুল হোসেন বিগত ২০১৭ সালের অর্জন এবং ২০১৮ সালের কর্ম পরিকল্পনা ও অভিলক্ষ্যর সার সংক্ষেপ উপস্থাপন করেন।
পরিচালক কাওসার আরা হোসেন লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে তাদের চমৎকার প্রচেষ্টার জন্য বিক্রয় ও বিপনণ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ব্যবস্থাপনা পরিচালক এম মোসাদ্দেক হোসেন উপস্থিত অংশগ্রহণকারীদের স্বাগত জানান এবং আগত বছরের জন্য কোম্পানির ভবিষ্যত দিক নির্দেশনা তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন