এশিয়া এজাইল ফোরামের কনফারেন্স গত সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সফটওয়্যার কোম্পানি এর উর্ধতন কর্মকর্তার উপস্থিতিতে এ সম্মেলনটি ছিল আন্তর্জাতিক এবং জাতীয় কোচ ও ট্রেইনারের সমন্বয়ে বাংলাদেশ এ অনুষ্ঠিত এযাবৎকালের সর্বোচ্চ এজাইল সমাবেশ।
এজাইল মেথডোলজি সফটওয়্যার ডেভেলপমেন্ট এর জন্য কতকগুলো ভ্যালু এবং প্রিন্সিপাল নির্ধারণ করে যা অনুসরণ করে সেলফ অর্গানাইজিং এবং ক্রস ফাঙ্কশনাল টীম ক্লায়েন্টের প্রয়োজন এবং টেকনিকাল সল্যুশন প্রদান করতে পারে।
এজাইল অনুসরণ নিশ্চিত করে- উপযুক্ত পরিকল্পনা, দ্রুত উন্নয়ন, ক্রমোন্নতি এবং পরিবর্তনের প্রতি নমনীয়তা।
বেসিস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম রাশিদুল হাসান বাংলাদেশে এজাইল-এর সম্প্রসারণে তার সর্বোপরি সহযোগিতার আশ্বাস দেন। স্টার্টআপস এর এজাইল এ কি করণীয় এবং কি নয় তা নিয়ে মূল্যবান বক্তব্য দেন বিশ্ববিখ্যাত সার্টিফাইড স্ক্রাম ট্রাইনার ভারতীয় মাধুর কাঠুরিয়া।
এজাইল লিডারশিপ এর বিভিন্ন ধরণ নিয়ে বলেছেন সাইদুর রহমান। বিশ্ব নন্দিত লিন মেথডোলজি ব্যবহার করে নিজের কাজ নিজে করার মানসিকতা নিয়ে বলেছেন ভারতীয় ভিপিন গুপ্তা। এছাড়াও নেপালের পাওয়ান শ্রেষ্ঠা এবং মনজুরুল আলম মামুনের বক্তব্য ছিল সম্মেলনের আকর্ষণ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন