এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এমজেএল বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
এজিএম-এ সভাপতিত্ব করেন এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান জনাব নাজিমউদ্দিন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আজম জে চৌধুরী, এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর পরিচালকদের মধ্যে জনাব আব্দুল মুঈদ চৌধুরী, জনাব মো: আমিনুর রহমান, জনাব মো: কামরুল হাসান, জনাব তাঞ্জিল চৌধুরীসহ এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর স্বাধীন পরিচালক ড: মোহাম্মদ তামিম। এছাড়াও এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর সিইও, সিএফও, কোম্পানি সেক্রেটারি এবং শেয়ারহোল্ডারগণ সভায় উপস্থিত ছিলেন।
এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর চেয়ায়ারম্যান জানান,২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত ১২ মাসে এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর সর্বমোট বিক্রয় ৮,০৭৯ মিলিয়ন টাকা এবং নিট লাভ ১,৯৯৭ মিলিয়ন টাকা অর্জন করেছে।
পরিশেষে শেয়ারহোল্ডারগণ ৪৫% নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন। কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ সকলেই শেয়ারহোল্ডারবৃন্দ ও নিয়ন্ত্রক সংস্থার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সভাটি সকলের উপস্থিতি, আলোচনা এবং প্রশংসার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
বিডিপ্রতিদিন/ ২৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান