ফার্ম ফ্রেশ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে-এর। থাকছে পুতুল নাচ, সিসিমপুর, সার্কাস, আর্ট কম্পিটিশন, 9D মুভি, 9D বায়োস্কোপ, গ্রামীণ ঐতিহ্য, কিডস বুক স্টল, ফটো জোন, নিউট্রিশন বুথ, গেম জোন, ওপেন কুকিং স্টেজ, ফান রাউড জোন।
এবার প্রথমবারের মতো বিশেষ শিশুদের জন্য থাকছে বিশেষ আয়োজন স্পেশাল গেমস, স্টেজ পারফরমেন্স ও তাদের পরিচালনায় ওপেন কুকিং স্টেজ।
আগামী ২৫ ও ২৬ জানুয়ারি ধানমন্ডির কলাবাগান মাঠে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে শিশুদের এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। তবে প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে।
বিডি প্রতিদিন/ফারজানা