এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ জানুয়ারি) রাজধানীর বাংলামটর রূপায়ন ট্রেড সেন্টারের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেশ কিছু গণমাধ্যমের উপস্থিতিতে মূল কি-নোট উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা যাকি এস বারী।
তিনি বলেন, “এভিয়েশন সেক্টরের দক্ষ জনবলের সংকটের বিপরীতে এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার প্রতিনিয়ত সঠিক ও সময় উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে তরুণ জনসংখ্যাকে কর্মক্ষম করে গড়ে তুলছে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দ্রুক এয়ারওয়েজের ডেপুটি ম্যানেজার নাজনীন আক্তার , বাংলাদেশ বিমানের এয়ারপোর্ট গ্রাউন্ড অফিসার ইকরাম ইউসুফ। অনুষ্ঠানে বিভিন্ন এয়ারলাইন্সের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক শিক্ষার্থীরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা বর্ননা করেন।
উল্লেখ্য এইচ বি এভিয়েশন ট্রেনিং সেন্টার যাত্রা শুরু করে ২০১৭ সালের শেষের দিকে, ইতোমধ্যে প্রতিষ্ঠানটি থেকে সফলভাবে ৭টি ব্যাচ প্রশিক্ষণ শেষে বিভিন্ন এয়ারলাইন্স এবং ট্রাভেল এজেন্সিতে কর্মরত আছে।
অনুষ্ঠানে সফলভাবে কোর্স সমপন্নকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/কালাম