গ্লোবাল ব্র্যান্ড বাজারে নিয়ে এল এডাটা পি১০০৫০সি মডেলের নতুন পাওয়ার ব্যাংক। নতুন এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ইউএসবি টাইপ-সি ব্যবহারের সুব্যবস্থা। এই পাওয়ার ব্যাংকটিতে আরও রয়েছে ১০ হাজার এমএএইচ পর্যন্ত শক্তি ধারণ ক্ষমতা।
এছাড়াও এই পওয়ার ব্যাংকটি মুক্তার মত উজ্জ্বল ও ঝিনুকের মত ঢেউ থাকায় দেখতে বেশ আকর্ষণীয়। এছাড়াও ১০ হাজার এমএএইচ ক্যাপাসিটির ফলে যেকোন ট্যাবলেট পুরোপুরি একবার এবং যেকোন স্মার্টফোন চারবার পর্যন্ত চার্জ দেওয়া যায়। ২৩০ গ্রাম ওজনের এই পাওয়ার ব্যাংকটিতে রয়েছে ১০৬*৬৮*২৭ এমএম ডাইমেনশন এবং ডিসি ৫ভি/২.০এ ইনপুট ও ডিসি ৫ভি/২.৪এ আউটপুট।
এক বছরের ওয়ারেন্টি সহ এই পাওয়ার ব্যাংকটির মূল্য মাত্র ১,৭০০ টাকা। পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড এর যে কোন শাখায় অথবা অনুমোদিত ডিলার হাউজে।
বিডি প্রতিদিন/হিমেল