২০ মিলিয়ন মার্কিন ডলারের মুরাবাহা সুবিধা নিয়ে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর (এলবিএফএল) সাথে চুক্তি স্বাক্ষর করেছে ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংকের (আইডিবি) অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি)।
প্রথমবারের মতো বাংলাদেশে কোনো অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) এসএমই খাতে আইসিডি থেকে বিদেশি অর্থায়ন পেতে যাচ্ছে। এ লক্ষ্যে রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আইসিডির প্রধান নির্বাহী ও মহাব্যবস্থাপক আয়মান আমিন সেজিনি এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার।
অনুষ্ঠানে লিড অ্যারেঞ্জার এবং সিকিউরিটি এজেন্টন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. রফিকুল ইসলাম, আইসিডি কুয়ালালামপুরের আঞ্চলিক প্রধান আহমেদ খালেদ, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর হেড অফ ট্রেজারী কামরুল ইসলাম। অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন