আরএফএল প্লাস্টিকস লিমিটেডের পরিবেশকদের নিয়ে ঢাকার খিলক্ষেতের পাতিরায় আরএফএল কনফারেন্স সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ইউপিভিসি, এইচডিপিই, এমএস, জিআই পাইপ ও বাথরুম ফিটিংসসহ বিভিন্ন পণ্য পরিবেশনের সাথে সংশ্লিষ্ট পরিবেশকরা যোগ দেন।
বুধবার অনুষ্ঠিত এ সম্মেলনে সারাদেশ থেকে কোম্পানির তিন হাজারের বেশি পরিবেশক অংশগ্রহণ করেন। প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, আরএফএল প্লাস্টিকসের সিনিয়র জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ও হেড অব মার্কেটিং মোহাম্মদ সাজ্জাদুল ইসলামসহ কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা