জাপানের শীর্ষ রঙ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেরোল্যাক পেইন্টস বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালকে তাদের ব্র্যান্ড “কানসাই নেরোল্যাক ” এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রাজধানীর একটি অভিজাত হোটেলে চুক্তিবদ্ধ করেছে।
সম্প্রতি কানসাই নেরোল্যাক পেইন্টস আরএকে পেইন্টসের সিংহভাগ অংশীদারী একীভূত করেছে এবং খুব শিগগিরই “কানসাই নেরোল্যাক” নামে বাংলাদেশে যাত্রা শুরু করবে।
বিডি-প্রতিদিন/২৯ জানুয়ারি, ২০১৯/মাহবুব