দেশের প্রযুক্তি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ক্রেডিট কার্ড গ্রাহকরা মাত্র ৫,১৫০ টাকা ইএমআই তে কিনতে পারবে জেড এয়ার থ্রী ল্যাপটপ। ইস্টার্ন ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, সিটি ব্যাংক (আমেরিকান এক্সপ্রেস কার্ড), ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, প্রাইম ব্যাংক, এনআরবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক (সিম্পল পে), লংকা বাংলা এর ক্রেডিড কার্ড দিয়ে এই সুবিধা পাওয়া যাবে।
আমেরিকার ব্র্যান্ড আই লাইফের জেড এয়ার থ্রী ল্যাপটপটি পার্সোনাল এবং অফিসের কাজের উপযোগী। সম্পূর্ণ মেটাল বডি, স্লিম ও চমৎকার ডিজাইনে তৈরি স্টাইলিশ ল্যাপটপ টি দেখতে খুবই সুন্দর। ১৩.৩ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, অফিসের গুরুত্তর্পূণ ই মেইল, প্রেজেন্টেশান, দ্রুত গতির ইন্টারনেট ব্রাউসিংসহ সব ধরনের কাজ অনায়াসে করা যাবে।
ফিঙ্গার প্রিন্ট বিশিষ্ট ল্যাপটপটিতে রয়েছে পাওয়ারফুল ইন্টেল প্রসেসর গতি আপটু ২.৫ গিগা হার্টজ এবং জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম।
৩২ জিবি ইন্টারনাল মেমোরির ল্যাপটপটিতে রয়েছে ১২৮ জিবি এসএসডি স্টোরেজ যা বাড়ানো যাবে ২ টিবি পর্যন্ত। সব ধরনের এক্সটারনাল ডিভাইস ও হার্ড ডিস্ক সাপোর্ট করবে। মাত্র এক কেজি ওজনের এই পাতলা ল্যাপটপটি সহজে বহনযোগ্য এবং ৭-৮ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
দুবাই থেকে সরাসরি আমদানি করা ল্যাপটপটি আকর্ষণীয় উপহারসহ পাওয়া যাবে রায়ান্স কম্পিউটারের আইডিবি ভবন, উত্তরা, বনানী, মাল্টিপ্লান সেন্টার, ইস্টার্ন প্লাস, আগ্রাবাদ চট্টগ্রাম, জিইসি চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিং এবং বরিশাল শোরুমে।
আই লাইফের প্রতিটি পণ্যের সাথে পাচ্ছেন ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। বিস্তারিত জানার জন্য কল করুন 01847052086 নম্বরে। অনলাইনের ক্রেডিট কার্ড দিয়ে কিস্তি সুবিধা পেতে ভিজিট করুন https://lnkd.in/fVZSgVZ
বিডি প্রতিদিন/হিমেল/পাভেল