“টানা তিন বারের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃত পাওয়া গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের জন্য একটি অসাধারণ মুহূর্ত। কোম্পানির শুরু থেকে এই ৫ বছর ব্যাপ্তিকালে গার্ডিয়ান লাইফ ক্ষুদ্র বীমা এবং ডিজিটাল ইনস্যুরেন্স সেবা সহ নানা উদ্ভাবনী সমাধান মার্কেটে নিয়ে এসেছে যার ফলশ্রুতিতে বর্তমানে আমাদের ইনস্যুরেন্স সেবার আওতায় আছে ১ কোটিরও বেশি মানুষ। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত গ্রাহক, দক্ষ সহকর্মী এবং বিচক্ষণ বোর্ড অফ ডিরেক্টরদের, যাদের অসামান্য দিকনির্দেশনা এবং ধারাবাহিক সহযোগিতাই আমাদের ইনস্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ডসের মতো বিশ্বখ্যাত প্লাটফর্মে মাথা উচু করে দাড়াতে সাহায্য করেছে।“
গত ১৬ জুলাই সিঙ্গাপুরের শাংরি লা হোটেলে অনুষ্ঠিত হওয়া ইনস্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ডস ২০১৯ এর গালা ইভেন্টে ২টি অ্যাওয়ার্ড জিতে এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেছিলেন গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক এম. এম. মনিরুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন আহমেদ, সদস্য (আইন) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কতৃপক্ষ এবং সাইদ আখতার হাসান উদ্দিন, ডিরেক্টর, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
২০১৮-২০১৯ সাল জুড়ে অসাধারণ দক্ষতা প্রদর্শনের জন্য ইনস্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ডস গার্ডিয়ান লাইফকে “ডোমেস্টিক লাইফ ইন্স্যুরার অফ দি ইয়ার” এবং “ডিজিটাল ইনস্যুরেন্স ইনিশিয়েটিভ অফ দি ইয়ার” এই ২টি ক্যাটাগরিতে পুরস্কৃত করেছে। উল্লেখ্য যে, এ নিয়ে তৃতীয় বারের মতো ধারাবাহিকতা এবং অসামান্য দক্ষতার মাধ্যমে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ডস পুরষ্কার জিতে নিলো। ২০১৭ তে “মোস্ট ইনোভেটিভ প্রোডাক্ট” এবং ২০১৮ তে “ডোমেস্টিক লাইফ ইন্স্যুরার অফ দি ইয়ার”, “ডিজিটাল ইনিশিয়েটিভ অফ দি ইয়ার” এবং “ক্লেইম ইনিশিয়েটিভ অফ দি ইয়ার” ক্যাটাগরিতে গার্ডিয়ান লাইফ পুরস্কৃত হয়।
এবারের ৪র্থ ইনস্যুরেন্স এশিয়া অ্যাওয়ার্ডসে ১৮টি দেশ থেকে ৫৪টির ও বেশি স্বনামধন্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইনস্যুরেন্স কোম্পানি পুরস্কৃত হয়েছে যেখানে সারা বিশ্ব থেকে উপস্থিত ছিলেন ১২০ জন সিনিয়র কর্মকর্তাবৃন্দ যা গত বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন