গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে শুক্রবার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রায়াত্ত রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
সেখানে তিনি পবিত্র ফাতেহা পাঠ এবং ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় জিএম অশোক কুমার সিংহ রায়, সিবিএ’র জেনারেল সেক্রেটারী মো. মহিউদ্দিসহ সিবিএ’র সকল নেতৃবৃন্দ ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে তিনি বঙ্গবন্ধুর মাজার সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং জাতির পিতা ও তার পরিবারের জন্য দোয়া করেন।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ