ধ্রুপদ কমিউনিকেশন প্রযোজিত দুইটি প্রামান্য চলচ্চিত্র যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসব The 10th Annual Chicago South Asian Film Festival এর চূড়ান্ত পর্বে ফাইনালিস্ট হিসাবে নোমিনেশন পেয়েছে।
চলচ্চিত্র দুটি হল- ‘Let there be Light’ ও ‘The Girls are not Brides’। আগামী ১৯ -২২ সেপ্টেম্বর শিকাগো শহরে এই চলচ্চিত্র উৎসব অনুষ্টিত হবে।
চলচ্চিত্র দুটি পরিচালনা করেছেন, খ ম তাজবিউল হাসান ও নভেরা হাসান নিক্কন। বর্ণ ও গোত্র বৈষম্য এবং বাল্য বিবাহ এর বিরুদ্ধে প্রতিবাদী কয়েকজন বালিকার জীবন সংগ্রামের উপর নির্মিত ছবি দুইটি আগামী ১৯ সেপ্টেম্বর বেলা ১ টার সময় ShowPlace ICON Theatre, 1011 South Delano Court East Chicago, IL 60605 United States দেখানো হবে। ধ্রুপদ কমিউনিকেশন এর পক্ষ থেকে শিকাগো শহর এবং এর নিকটবর্তী শহরতলিতে বসবাসরত সকল বাংলাদেশী নাগরিক ও বাংলাভাষাভাষী সবাইকে ছবি দুইটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। দর্শক ও বিচারকদের ভোটেই নির্বাচিত হবে প্রতিযোগিতার সেরা চলচ্চিত্রসমূহ।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে শুধুমাত্র এই দুটো ছবিই এই উৎসবে চূড়ান্তভাবে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে এবং চলচ্চিত্র দুটি ইতোমধ্যে বিশ্বের অনেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার ও প্রদর্শনের যোগ্যতা অর্জন করেছে। বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
বিডি প্রতিদিন/হিমেল