আমেরিকান ব্র্যান্ড আই লাইফের ল্যাপটপগুলো সরাসরি দুবাই থেকে আমদানি করায় গুন ও মানে আন্তর্জাতিক মানসম্পন্ন। জেড এয়ার সিএক্স থ্রি মডেল ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, পাওয়ারফুল ইন্টেল কোর আই থ্রি প্রসেসর, ইন্টেলের ৫,৫০০ এইচ ডি গ্রাফিক্স। দ্রুত কাজ করার জন্য রয়েছে ৪ গিগা বাইট রেম এবং ডাটা সংরক্ষণ করার জন্য রয়েছে ১০০০ গিগা বাইট হার্ড ডিস্ক, প্রয়োজনে বাড়ানো যায়। আরবদেশ থেকে আমদানি করায় এই ল্যাপটপের বিল্ড ইন কোয়ালিটি খুবই মজবুত, দেখতে খুবই স্লিম চমৎকার, পারফরমেন্সেও অতুলনীয়। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ২৯,৫০০ টাকায় পাওয়া যাবে রায়ান্সের শো রুমে।
সাশ্রয়ী দামের এই ল্যাপটপ দিয়ে ব্যবহারকারীরা প্রয়োজনীয় সব ধরনের গ্রাফিক্স কাজ করতে পারবে। এটি আউটসোর্সসিং, ফ্রি লান্সিং কাজের উপযোগী। অফিসের গুরুত্বর্পূণ ইমেইল চেকিং , প্রয়োজনীয় সব ধরনের কাজ যেমন মাইক্রোসফট অফিস, এডোব ইলাসট্রেটর, ফটোশপ সহ নানা ধরনের কাজ করা যাবে অনায়েসে। ১.৮ কেজি ওজনের এই ল্যাপটপটি সহজে বহনযোগ্য, রয়েছে ৪ থেকে ৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা।
আকর্ষণীয় ডিজাইনে, কালো এবং সিলভার রঙে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে রায়ান্সের আইডিবি, মাল্টিপ্লান সেন্টার, ইস্টার্ন প্লাস শান্তিনগর, বনানী, উত্তরা, বগুড়া, রংপুর, রাজশাহী, বরিশাল, খুলনা শাখাতে।
২,৬২৩ টাকা মাসিক ইএমআই তে কেনার জন্য ভিজিট করুন http://bit.ly/2k4PUSy
২ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টিসহ লিমিটেড স্টকের অফারটি এখনই শেয়ার করে প্রিয়জন কে জানিয়ে দিন।
প্রয়োজনে হেল্প লাইন নাম্বার 01847052082, 01847052080
বিডি প্রতিদিন/ফারজানা