ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেয়া এবং একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম শুরু করছে বাংলাদেশ স্কাউটস ও ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’। আজ শনিবার রাজধানীর এই গুরুত্বপূর্ণ পাচঁটি স্থানে বাংলাদেশ স্কাউটের পাঁচ শতাধিক কিশোর-কিশোরী এই সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।
সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজধানীর উত্তরা ১১নং চৌরাস্তা মোড় (জমজম টাওয়ার), কাকলি বাস স্ট্যান্ড, মৌচাক মোড়, ভিক্টোরিয়ার মোড় (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ও কল্যাণপুর বাস স্ট্যান্ডে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
যার মাধ্যমে কর্মব্যস্ত ও পথচারীদের কাছ থেকে পরিচ্ছন্নতার অঙ্গীকার নেয়া হয়। রাজধানীর এই পাঁচটি জায়গায় প্রায় ছয় হাজার জন লোক পরিচ্ছন্নতা বিষয়ে নিজের সন্তান অথবা প্রিয়জনের নামে অঙ্গীকার করেন।
বিডি প্রতিদিন/ফারজানা