ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে নেত্রকোনায় বসুন্ধরা সিমেন্টের ব্যবসায়িক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা সিমেন্টের আয়োজনে নেত্রকোনা পৌর শহরের নাগড়া আয়শা কমিউনিটি সেন্টারে রবিবার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা সিমেন্টের পরিবেশক মেসার্স ট্রেডিং এর সত্বাধিকারী ফারুক আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বসুন্ধরা সেলস্ এজিএম পলাশ আকতার, মার্কেটিং ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, ময়মনসিংহ ডিভিশনের ডি এস এম আতিকুর রহমান, এ এস এম সারোয়ার মোর্শেদ, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান, সেলিম রেজা, জুয়েল রানা।
এ সময় বক্তারা বলেন, বসুন্ধরা সিমেন্টের গুণগতমান ভালো হওয়ার ফলেই বর্তমানে দেশের সর্বোচ্চ বিক্রয় হচ্ছে। বিশেষ করে দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প গুলোতে ব্যবহার করা হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। সারাদেশের ন্যায় নেত্রকোনায়ও বসুন্ধরা সিমেন্ট সবচেয়ে বেশি বিক্রয় হবে বলে আশা করেন বক্তারা। সম্মেলন শেষে রাইফেল ড্র অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন