বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম, কর্মস্থলে নারী কর্মীদের অংশগ্রহণের অনুপাত বাড়াতে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে জাতিসংঘের ‘HeforShe’ ক্যাম্পেইনের সাথে যুক্ত হয়ে ‘মনের জানালা’ শীর্ষক একটি ফোরাম তৈরি করেছে।
তরুণ নারী কর্মীদের মধ্যে নেতৃত্বের গুণগত মান বাড়ানোর লক্ষ্যে গত চার বছর ধরে প্রতি তিন মাস অন্তর এ অনুষ্ঠানটি হয়ে আসছে। ফোরামের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি বিক্রয়-এর কর্মীদের অংশগ্রহণে ১৯ ডিসেম্বর রাজধানীর বনানীতে প্লাটিনাম গ্র্যান্ড হোটেলে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করে।
এবারের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সাজান এক্সচেঞ্জ লিমিটেডের কান্ট্রি হেড সানজানা ফরিদ। তার ক্যারিয়ার বাংলাদেশের মানি ট্রান্সফার এবং মানি এক্সচেঞ্জ ইন্ডাস্ট্রিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়াও বিক্রয় এর পক্ষ থেকে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন হেড অব এইচআর অ্যান্ড কালচার রেহেনুমা ইসলাম সহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
‘মনের জানালা’ ফোরামটি প্রতিনিয়ত লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং সকল ক্ষেত্রে নারী সদস্যগণের অংশগ্রহণ উৎসাহিত করার উদ্দেশ্যে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে ফোরামের তিন উপদেষ্টা নাজ হুসাইন, রেহেনুমা ইসলাম এবং ঈশিতা শারমিন নিয়মিত কাজ করে যাচ্ছেন। নারী কর্মীদের কেন্দ্র করে আয়োজন করা হলেও, এই ফোরামে পুরুষ কর্মীরাও তাদের মতামত জানাতে পারেন।
বিডি প্রতিদিন/ফারজানা