আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকায় ড. সাজিদ বিন দোজার ‘নানান রঙের মানুষ’-শীর্ষক একক কার্টুন প্রদর্শনী শুরু হয়েছে। গত ২০ ডিসেম্বর এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট কার্টুনিস্ট ও উন্মাদ সম্পাদক আহসান হাবীব।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. সাজিদ বিন দোজার কার্টুনসমূহ বস্তুতঃ মানুষের দৈনন্দিন যাপিত জীবনেরই নান্দনিক উপস্থাপনা। তার এসব কার্টুন মানুষকে যেমন আনন্দ দেয়, তেমনি একই সঙ্গে তা মানুষের মধ্যে নতুন চিন্তারও খোরাক যোগায়।
তারা আশাবাদ ব্যক্ত করেন যে, ড. দোজার কার্টুনসমূহ চিন্তাশীল মানুষকে ব্যাপকভাবে আলোড়িত করতে সক্ষম হবে এবং তা আমাদের সমাজবাস্তবতাকে আরো গভীরভাবে বুঝতে ও উপলব্ধি করতে সাহায্য করবে।
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর স্থাপত্যকলা বিভাগের প্রধান ড. সাজিদ বিন দোজার এ কার্টুন প্রদর্শনীতে প্রায় ১শ’ কার্টুন স্থান পেয়েছে, যেগুলোর মূল উপজীব্য হচ্ছে মানুষের জীবনের বৈচিত্র ও বহুমুখীনতা।
প্রদর্শনীতে স্থান পাওয়া কার্টুনগুলোর বিষয়বৈচিত্রের কারণে ইতোমধ্যে সুধীমহলের বিশেষ দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে এবং সে প্রেক্ষিতেই বিপুল দর্শক আগ্রহের কথা বিবেচনা করে এ প্রদর্শনীর মেয়াদ ৪ দিন বৃদ্ধি করা হয়েছে। যার ফলে এ প্রদর্শনী আগামী ৪ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ