২০২০ সালে পালিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। ইউনাইটেড হসপিটাল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী স্মরণীয় করে রাখতে এবং এই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন স্মারক হিসেবে দেশ-বিদেশের নৌকার ছবি সম্বলিত ২০২০ সালের ক্যালেন্ডার ডিজাইন করেছে। ক্যালেন্ডারে ব্যবহৃত ছবিগুলো আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার ইউনাইটেড হসপিটালের কন্সাল্টেন্ট, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ রশিদ উন নবী ক্যামেরা বন্দী করেছেন।
ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফরিদুর রহমান খান বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি, এর কাছে নতুন বছরের স্মারক ক্যালেন্ডার তুলে দেন। এ সময় ইউনাইটেড হসপিটালের চীফ অফ কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডাঃ শাগুফা আনোয়ার, চীফ অফ অপারেশন এন্ড এডমিনিস্ট্রেশন ব্রিগেঃ জেনাঃ শহীদুল ইসলাম (অবঃ), চীফ অফ ক্লিনিক্যাল সার্ভিসেস ডাঃ মাহবুব উদ্দিন আহমেদসহ হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ