স্মার্ট ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠান ইশো আকর্ষণীয় সব অফারের সাথে নান্দনিক ডিজাইনের পণ্য নিয়ে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিতে যাচ্ছে। মেলায় আসা দর্শনার্থীরা ইশো’র পণ্য কিনে উপভোগ করতে পারবেন আকর্ষণীয় অফার এবং নানা উপহার সামগ্রী।
অত্যাধুনিক ডিজাইনের পণ্যসমূহের প্রচারের জন্য নির্দিষ্ট আনুষাঙ্গিকের উপর ৫% এবং মেলায় স্টল থেকে ২৫ হাজার টাকার বেশি পণ্য কিনলেই ১০% ছাড় দিচ্ছে ইশো। এছাড়া স্টলে ভিআর গেম প্রতিযোগিতার আয়োজন থাকবে, যেখানে মেলার প্রথম ১৫ দিনে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে একজন বিজয়ী পাবেন ১ লাখ টাকা এবং দ্বিতীয় ১৫ দিনে একজন বিজয়ী পাবেন আরও ১ লাখ টাকা জেতার অনন্য সুযোগ। গেম-এর খেলোয়াড়দের নির্দিষ্ট সময়ের মধ্যে ইশো’র আসবাবপত্র দিয়ে একটি ঘর সাজাতে হবে। এছাড়া ইশো’র স্টল থেকে কেনাকাটা করলেই প্রত্যেক গ্রাহকই পাবেন আকর্ষণীয় সব উপহার। এমনকি বাচ্চাদের সাথে নিয়ে স্টলে ঘুরতে আসলেও থাকছে মজার গিভঅ্যাওয়ে অফার উপভোগ করার সুযোগ।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০-এ বেশকিছু নতুন আকর্ষণ নিয়ে আসবে। মেলার দর্শনার্থীদের নজর কাড়বে ইশো’র ব্লুটুথ অটোম্যান- যা হোম থিয়েটারের অভিজ্ঞতা দিবে, ইশো স্মার্ট সিরিজ- যার মধ্যে আছে স্মার্ট চার্জিং ওয়ার্কস্টেশন, স্মার্ট চার্জিং শেলফ, স্মার্ট চার্জিং এল-টেবিল, কৌলুন ফুটন বেড এবং ইশো’র অন্যতম আকর্ষণীয় শতরঞ্জি সিরিজ।
বাসার বিভিন্ন অংশের নতুন ব্যবহার পদ্ধতি আবিষ্কার এবং দৈনন্দিন জীবনে অনন্য অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে ইশো একেবারে নতুন ডিজাইনের সব আসবাব তৈরি করছে, যা বাজারে সম্পূর্ণ অপ্রতিদ্বন্দ্বী।
মেলার দর্শনার্থী ও গ্রাহকরা ইশো’র স্টলের ফটো জোনে একটি ছবি তুলে ছবিটি ফেসবুকের প্রাইভেসি সেটিংস পাবলিক করে এবং পোস্টে ইশো’র ফেসবুক পেজটি ট্যাগ দিয়ে শেয়ার করে জিতে নিতে পারেন ১০% ছাড় উপভোগ করার একটি প্রমো কোড। প্রমো কোডটি ব্যবহার করার জন্য ইশো’র ওয়েবসাইট বা স্টোর থেকে কিছু কেনার আগে ইশো’র অফিসিয়াল ওয়েবসাইটে সাইন আপ করতে হবে।
ইশো’র প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর এবং ডেকো ইশো গ্রুপের পরিচালক রায়ানা হোসেন বলেন, “ইশো’তে বৈচিত্র্যময় ডিজাইনের সব ফার্নিচার রয়েছে। গ্রাহকরা যাতে আমাদের অভিনব ডিজাইনের ফার্নিচারের সাথে পরিচিত হতে পারেন, সে লক্ষ্যে আকর্ষণীয় অফারসহ আমরা প্রথমবারের মতো আমাদের ফার্নিচারগুলোর প্রদর্শনীর জন্য একটি উদ্যোগ নিয়েছি”।
বিডি প্রতিদিন/এ মজুমদার