বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ও ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ২৭তম আন্তর্জাতিক রেডিও প্লেরাইটিং প্রতিযোগিতার পাণ্ডুলিপি জমা নেওয়া ইতোমধ্যে শুরু হয়েছে।
বৈশ্বিক এ প্রতিযোগিতার পাণ্ডুলিপি জমা নেওয়া হবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
'রেডিও ড্রামা'র মাধ্যমে সারা পৃথিবীর দর্শকদের কাছে পৌঁছাতে নাট্যকারদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখকদের চিত্রনাট্য জমা দিতে আহ্বান জানিয়েছেন আয়োজকরা। যেকোনও বিষয়ের ওপর চিত্রনাট্য লেখা যেতে পারে, তবে এর দৈর্ঘ্য হতে হবে ৫৩ মিনিট।
এ বছর শ্রেষ্ঠ রেডিও প্লে’র জন্য প্রথম পুরস্কার হিসেবে রয়েছে ২টি পুরস্কার, মাতৃভাষা ও দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি বিভাগে প্রথম পুরস্কার দেওয়া হবে। পুরস্কার বিজয়ী দু’জন লন্ডনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সেখানে তারা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে সম্প্রচারের জন্য তাদের রেকর্ডকৃত নাটক দু’টি দেখতে পাবেন।
গত বছর মাতৃভাষা বিভাগে কোলেট ভিক্টর রচিত ‘গড’স মার্সি’’ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছিল। ‘গড’স মার্সি’ একটি কমেডি ড্রামা।
দক্ষিণ আফ্রিকার একটি দরিদ্র শহরে মার্সির নতুন পেশাকে কেন্দ্র করে নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে, যেখানে ম্যাট্রেসের পয়েন্ট অব ভিউ থেকে তার কর্মকাণ্ড দেখানো হয়েছে। দ্বিতীয় ভাষা বিভাগে বিজয়ী ঘোষণা করা হয় ইয়েমেনের লেখক আজিজ এইচ রচিত ‘অ্যা ব্রোকেন হার্ট ইন আ ওয়ারজোন’। এটি একটি ডার্ক কমেডি। নাটকটি লেখা হয়েছে দু’জন দুঃসাহসী চোরকে ঘিরে, যারা কিনা যুদ্ধকালীন সময়ে টানা বোমাবর্ষণের সময় বাড়ির মালিক ‘এয়ার রেইড শেল্টারে’ পালিয়ে গেলে সবকিছু হাতিয়ে নেয়।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাংবাদিক ও লেখক জর্জি মার্কোভ’র (১৯২৯-১৯৭৮) সম্মানে প্রতিযোগিতার শর্টলিস্ট থেকে সম্ভাবনাময় চিত্রনাট্য বাছাই করে তাকে বিশেষ প্রশংসাপত্র দেওয়া হবে।
বিগত আসরে রেকর্ডসংখ্যক ১শ’ ১২টি দেশ থেকে প্রতিযোগী অংশ নিয়েছিল। দেশগুলোর মধ্য থেকে জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, মিশর, কসভো, আইসল্যান্ড এবং রাশিয়া সংক্ষিপ্ত তালিকায় ছিল। এ বছর প্রতিযোগিতাটি শুরু উপলক্ষে, ‘অ্যা ব্রোকেন হার্ট ইন অ্যা ওয়ারজোন’ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে পুনরায় সম্প্রচার করা হয়েছে। এটি অনলাইনে পাওয়া যাচ্ছে এবং ডাউনলোড করা যাবে।
প্রতিযোগিতার নিয়ম ও নিবন্ধন প্রক্রিয়াসহ বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে (https://www.bbc.co.uk/programmes/p0043kb2)। #বিবিসিপ্লে ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা ফেসবুক ও টুইটারে প্রতিযোগিতা সম্পর্কিত হালনাগাদ তথ্য পাবেন।
বিডি প্রতিদিন/কালাম