জনপ্রিয় বাইসাইকেল ব্র্যান্ড ‘দুরন্ত’ এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি (৯ জানুয়ারি) গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ১২’শ পরিবেশক অংশগ্রহণ করেন। আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, দুরন্ত বাইসাইকেল এর প্রধান পরিচালন কর্মকর্তা জয়নুল আবেদিন, মহাব্যবস্থাপক (মার্কেটিং) চৌধুরী ফজলে আকবর, মহাব্যবস্থাপক (সেলস) আব্দুল কাইয়ুম এবং ব্র্যান্ড ম্যানেজার রাকিবুল আহসানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার