ট্রিপল ক্যামেরা এবং ৫০০০ এমএইচ ক্ষমতা সম্পন্ন ইনফিনিক্স হট৮ মডেলের হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে ৯৯৯০টাকায়। ভালবাসা দিবস উপলক্ষ্যে তিন হাজার টাকা মূল্যছাড়ে গ্রাহকদের জন্য ডিভাইসটি নিয়ে এসেছে অন্যতম জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড ইনফিনিক্স। শুধু অনলাইন মার্কেটপ্লেস দারাজে ডিভাইসটি কেনা যাবে এই লিংকে- http://bit.ly/2OOBmmd
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন তিনটি ব্যাক ক্যামেরা আছে ইনফিনিক্স হট৮ এ। ১৩ মেগাপিক্সেল, ২ মেগাপিক্সেল এবং স্বল্প আলোতেও ডিভাইসটির ব্যবহারকারীকে ঝকঝকে ছবি তোলার জন্য আছে আরেকটি বিশেষ ক্যামেরা। এছাড়াও ৮ মেগাপিক্সেল বিশিষ্ট ফ্রন্ট ক্যামেরাও থাকছে দারুণ সব সেলফি তোলার জন্য। ৯০% স্ক্রিন-টু-বডি অনুপাতের ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস এবং ২.৫ডি কার্ভড গ্লাস প্রোটেকশন বিশিষ্ট বড় ডিসপ্লেও থাকছে এটিতে।
অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম এবং ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর সম্পন্ন হট৮ কে আরও দ্রুত গতি এনে দিতে থাকছে ৪গিগাবাইট (জিবি) র্যাম। ৬৪ জিবি স্টোরেজ ধারণ ক্ষমতা সম্পন্ন ডিভাইসটিকে দীর্ঘক্ষণ সচল রাখবে ৫০০০ এমএইচ ব্যাটারি। তবে এতে ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করায় খুব দ্রুতই শতভাগ চার্জ হবে ডিভাইসটি। নিরাপত্তার জন্য আছে ফেস আনলক এবং রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি।
হট ৮ সিরিজের স্মার্টফোনটির বিষয়ে ইনফিনিক্স মোবিলিটির কান্ট্রি হেড মিঃ জো হু বলেন, ইনফিনিক্স হট সিরিজের লক্ষ্য মোবাইল প্রযুক্তির দ্বারা তরুণদের ক্ষমতায়ন করা ও মোবাইল প্রযুক্তির বর্তমানের সেরা সুবিধা দিয়ে সীমাহীন বিনোদনমূলক অভিজ্ঞতা দেয়া। আমরা দেখেছি, তরুণরা তাদের প্রজন্মের সাথে সামাজিক যোগাযোগ, গেমিং, স্ট্রিমিং এর মতো বিভিন্ন উপায়ে তাদের জীবনযাত্রা শেয়ার করে। হট ৮ এর বড় ব্যাটারি, আরও বড় ডিসপ্লে এবং অন্যান্য মূল বৈশিষ্ট্যগুলির সাহায্যে আমরা তাদের বিনোদন ইচ্ছাকেই সন্তুষ্ট করার লক্ষ্য রাখি। পাশাপাশি তাদেরকে স্বল্প ব্যয়ে একটি ডিভাইস সহ সৃজনশীলতার একটি বিশ্ব সন্ধান করতে অনুপ্রাণিত করি।
তিনি আরও বলেন, আমরা হট ৮ সিরিজ চালু করার সাথে সাথে আমাদের গ্রাহকদের মধ্যে একই উত্সাহ অনুপ্রেরনা লক্ষ্য করছি। এই মডেলের প্রযুক্তিগত দিকের তুলনায় আমরা একটি আকর্ষণীয় দাম নির্ধারণ করেছি এবং আমরা শীঘ্রই বাংলাদেশে হট ৮ এর সাথে আরও অন্য মডেলের ইনফিনিক্স স্মার্টফোনটি বাজারে আনবো। ব্যাটারি এবং ডিসপ্লের ক্ষেত্রে বড় কিছু খুঁজছেন যারা এই স্মার্টফোনটি বিশেষত তাদের জন্য তৈরি করা হয়েছে।
হট ৮ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং কিনতে এখানে ভিজিট করুন- http://bit.ly/2OOBmmd
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ