এলজি অ্যাম্বেসেডর প্রোগ্রাম-২০১৯ এর আওতায় গত ৭ ফেব্রুয়ারি দিনাজপুর জেলার বাঙ্গিবেচা সদরের মানবপল্লী গ্রামে বাস্তবায়িত হয়ে গেল তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মধ্যে ভেড়া বিতরণ প্রকল্প।
উক্ত অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের ২৫ জন সদস্যের মধ্যে ১ জোড়া করে সর্বমোট ৫০টি ভেড়া প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ভেড়া রক্ষণাবেক্ষণের জন্য প্রথম কিস্তি হিসেবে এককালীন অর্থ এবং প্লাস্টিক বোল প্রদান করা হয়।
প্রকল্প অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসান জামিল (সহকারী অধ্যাপক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল) এলজি বাংলাদেশের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, প্রকল্প অ্যাম্বেসেডর নোমান আমীন এবং মোঃ গিয়াস উদ্দিন (সিএসআর ম্যানেজার, এলজি ইলেক্ট্রনিক্স, বাংলাদেশ ব্রাঞ্চ)।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ