নভোএয়ার এর একটি বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফেরত গেলেন ১৬ জন ভারতীয় নাবিক। করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন ভারতীয় এই নাবিকরা।
আজ দুপুরে নভোএয়ার এর বিশেষ ফ্লাইটটি ভারতীয় নাবিকদের নিয়ে গৌহাটির উদ্দশ্যে যাত্রা করে স্থানীয় সময় দুপুর ১টা ১৮ মিনিটে গৌহাটি পৌছে।
এর মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আসামের রাজধানী গৌহাটিতে এই প্রথম ফ্লাইট পরিচালনা করা হলো।
প্রসঙ্গত, নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩ টি, সৈয়দপুর ৪ টি ও সিলেট ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ