বাংলাদেশের সবচেয়ে উদ্ভাবনী ও সাড়াজাগানো ফার্নিচার ব্র্যান্ড ইশো বড়দিনের আমেজ উদযাপনের পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানাচ্ছে তুমুল ধুমধামের সাথে! ইশোর প্রগতি সরণি, বারিধারার আউটলেটের অত্যাকর্ষণীয় বড়দিনের সাজ নিশ্চিতভাবেই মন কাড়বে সবার।
গ্রাহকদের জন্য আমাদের আয়োজন সবসময় আমাদের পণ্যের মতোই উদ্ভাবনী ও নতুন ধাঁচের হয়। এবারের বড়দিনে ক্রেতাদের সাথে আনন্দ ও উৎসবের এই সময়টাকে উদযাপন করতে ইশো সপ্তাহজুড়ে নিজেদের স্টোরগুলোতে করছে বিভিন্ন ধরনের আয়োজন।
মনকাড়া সাজসজ্জা, বড়দিনের উপহার, র্যাফেল ড্র ও আরো অনেক আকর্ষণীয় অফারসহ সারা সপ্তাহই ইশো-র স্টোরগুলোতে উপভোগ করতে পারবেন সান্টার ওয়ান্ডারল্যান্ডের মতোই এক অভিজ্ঞতা। পরিবার এবং অফিসের জন্য শপিং করতে আগত সবাই নজরকাড়া আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি ও সেলফি কর্নারে কাটাতে পারবেন আনন্দময় কিছু মুহূর্ত।
এমনকি, ২৫ ডিসেম্বর, ২০২০ থেকে ১ জানুয়ারি,২০২১-এর মধ্যে অনলাইনে এবং স্টোরে যাই কিনুন না কেন, সমগ্র বিলের উপর পাচ্ছেন ২৫% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়াও, র্যাফেল ড্র-তে বিজয়ী ভাগ্যবান গ্রাহকেরা পাচ্ছেন থ্রো, সিলিং লাইটস, ক্যান্ডেল স্ট্যান্ডস, প্লান্ট পট থেকে ১০০০০ টাকা, ৮০০০ টাকা, ৬০০০ টাকা, এবং ৫০০০ টাকা মূল্যমানের আকর্ষণীয় গিফট কার্ড পর্যন্ত নানা রকমের উপহা সামগ্রী।
ইশো স্টোরে এসে কিনুন নিজের পছন্দের পণ্যগুলো আর মেতে উঠুন বড়দিনের সেরা উৎসবে, ইশোর সাথে। বিস্তারিত জানতে লগ অন করুন www.isho.com –এ।
বিডি প্রতিদিন/আবু জাফর