দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড উৎপাদিত টিউবওয়েল, বাথরুম ফিটিংস, গ্যাস স্টোভ, ওয়েল্ডিং ইলেক্টোড, জিআই ফিটিংস, কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন পণ্য এবং বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের পিভিসি দিয়ে তৈরি ডোর, উইন্ডো, শিট, সিলিং, নেট ও সফট পিভিসিসহ বিভিন্ন পণ্য পরিবেশনে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি হবিগঞ্জের দ্যা প্যালেস লাক্সারি রিসোর্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে রংপুর ফাউন্ড্রির জাতীয় পর্যায়ের শীর্ষ ৩০ জন ও বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালসের ৪৩ জন পরিবেশককে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, বঙ্গ বিল্ডিং ম্যাটারিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক দিলীপ কুমার সূত্রধর ও রংপুর ফাউন্ড্রি লিমিটেডের বিজনেস ইনচার্জ আফজালুর রহমানসহ বিক্রয় ও বিপণন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর