আনন্দম থেকে প্রকাশিত এম.এল সিকদার’র কবিতাগ্রন্থ “বোধ ও বোধের অন্তরালে” বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট কবি ও রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ যিনি বুলান্দ জাভীর নামে পরিচিত।
এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর, জিএম অশোক কুমার সিংহ রায়, মো. শফিকুল ইসলাম, মজিবর রহমান, গোলাম মর্তুজা, আবুুল খায়ের ও ইয়াছমিন বেগমসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কবি এম.এল সিকদার রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন