নারী দিবস ২০২১ উপলক্ষ্যে ম্যারিকোর ফ্ল্যাগশীপ হেয়ার অয়েল ব্র্যান্ড প্যারাস্যুট অ্যাডভান্সড দেশের সেই সকল নারী যারা #choosetochallenge –এ বিশ্বাসী তাদের অদম্য শক্তিকে সম্মান জানিয়ে একটি ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনে প্যারাস্যুট অ্যাডভান্সড নিয়ে এসেছে একটি লিমিটেড-এডিশন প্যাক, একটি বিশেষ ফিল্ম যেখানে থাকবে ৩ জন পাইলট এবং বিমান বাংলাদেশ-এর নারী পাইলটদের নিয়ে একটি টক-শো সহ অন্যান্য বেশ কিছু কার্যক্রম যা নারীদের অর্জন, প্রতিবন্ধকতা ও দৃঢ়তাকে ফুটিয়ে তুলবে।
৫ মার্চ শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে পুরো মাস জুড়েই। লিমিটেড-এডিশন প্যাকটি বাজারে এসেছে ৪ মার্চ, ফিল্মটি ৫ মার্চ এবং টক-শোটি নারী দিবসে যেখানে ৩ জন পাইলট অংশগ্রহণ করবেন।
মজবুত চুল, মজবুত বন্ধন, মজবুত নারীদের সম্মাননার প্রদানের সাথে, নারী ক্ষমতার উপর আলোকপাত করেছে প্যারাস্যুট অ্যাডভান্সড। এই নারী দিবসে ব্র্যান্ডটি নারী পাইলটদের সকল বাধা অতিক্রম করে সফল হওয়ার গল্পকে সকলের সামনে তুলে ধরেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন