দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সিবিসি কর্তৃক সিপিডি “ব্যবসায়িক কাঠামো প্রক্রিয়ার দৃষ্টিকোণ হতে এস. এ. পি. প্রযুক্তিগত জ্ঞান” শীর্ষক সিপিডি অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রামের সিএমএ ভবনে এটি অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিবিসি এর সাবেক চেয়ারম্যান, আইসিএমএ বাংলাদেশ এর কাউন্সিল মেম্বার এবং ইনফিনিটি গ্রুপ অব কোং এবং কর্পোরেট সাপোর্ট লিঃ এর চেয়ারম্যান ইমতিয়াজ আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ঢাকা এর জেনারেল ম্যানেজার অনুপম বড়ুয়া এফসিএমএ। এছাড়া সেশন চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপ এর হেড অব আই.টি মোহাম্মেদ তামিম ওয়াহিদ আল-হেলাল।
প্রবন্ধ উপস্থাপক বড়ুয়া তাঁর বক্তব্যে ব্যবসায়িক কাঠামো প্রক্রিয়ার দৃষ্টিকোণ হতে এস.এ.পি. প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেশন চেয়ারম্যান তাঁর বক্তব্যে সময়োপযোগী এ ধরণের অনুষ্ঠানের জন্য সিবিসিকে ধন্যবাদ জানান। সেই সাথে ভবিষ্যতে এ ধরণের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন। ইনস্টিটিউটের চট্টগ্রাম অঞ্চলের ফেলো ও এসোসিয়েট সদস্যবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মো. রাকিবুল ইসলাম মায়শান ও ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মেদ নুরুল হুদা সিদ্দিকী।
বিডি প্রতিদিন/হিমেল