সিলেট শহরের নাইওরপুল পয়েন্টে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেড-এর দ্বিতীয় শোরুম-এর উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নুরুল আফছার, জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদুন্নবী চৌধুরী, সিনিয়র রিটেইল অপারেশন ম্যানেজার জুলহক হুসাইন (বাবু), কাউন্সিলর ১৫ নম্বর ওয়ার্ড সয়ফুল আমিন (বাকের) নগর ভবন সিলেট এবং অত্র এলাকার ব্যবসায়িক পার্টনার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইলেক্ট্রো মার্ট লিমিটেড-এর কনকা ব্র্যান্ড দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে বাংলাদেশের বাজারে ক্রেতার চাহিদা ও সন্তুষ্টি সহকারে বিপণন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। উল্লেখ্য যে, বিশ্বের এক নম্বর ব্র্যান্ড গ্রি এয়ারকন্ডিশনার বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় ও বিশ্বস্ত একটি ব্র্যান্ড, যা ইলেক্ট্রো মার্ট লিমিটেড দেশের একমাত্র অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে বাজারজাত করে আসছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন