ডিজিটাল প্লাটফর্মে ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেছে ডাচ বাংলা ব্যাংক। এদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২২ (জানুয়ারী-ডিসেম্বর) সমাপ্ত বছরের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ ও ৭ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড এজেন্ডা অনুমোদন হয়েছে।
এছাড়াও এজিএমে বেশকিছু এজেন্ডা অনুমোদন হয়েছে। এ
কোম্পানির চেয়ারম্যান সায়েম আহমেদ সভার সভাপতিত্ব করেন। কোম্পানিটির ২০২২ সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে ৮ টাকা ১৪ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৯ টাকা ৮৫ পয়সা।
উল্লেখ্য এ ক্যাটাগরির ডাচ বাংলা ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০০১ সালে তালিকাভূক্তি হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৯৫ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পিানির শেয়ার সংখ্যা ৬৯ কোটি ৫৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৮৬ দশমিক ৯৯ শতাংশ, বিদেশিদের দশমিক শূন্য ২ শতাংশ, প্রাতিষ্ঠানিক পরিচালকদের ৫ দশমিক ৭৮ শতাংশ ও সাধারন বিনিয়োগকারী ৭ দশমিক ২১ শতাংশ। বর্তমানে কোম্পানিটির শেয়ার প্রতি দর ৫৯ টাকা। অবশ্য ২০২২ সমাপ্ত বছরের বোনাস ডিভিডেন্ড যোগ হলে কোম্পানির পরিশোধিত মূলধন ও শেয়ার সংখ্যা আরো বাড়বে।
বিডি প্রতিদিন/নাজমুল