দেশে প্রথমবারের মতো মোটরসাইকেলের হেলমেট উৎপাদন শুরু করেছে আরএফএল গ্রুপ। এ উপলক্ষে হেলমেটের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার প্রাণ আরএফএল গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএফএল দেশে এই প্রথম নিজস্ব কারখানায় মোটরসাইকেলের হেলমেট উৎপাদন শুরু করেছে, যা বাংলাদেশে প্রথম। বৃহস্পতিবার সকালে রাজধানীর মেরুল বাড্ডায় সানজি হোটেলে দেশে প্রথমবারের মতো উৎপাদিত ‘সেফমেট’ ব্র্যান্ডের হেলমেটের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই