নতুন মডেলের ৪০ পিপিএম অটোমেটিক ডুপ্লেক্স প্রিন্টার উন্মোচন করেছে দেশের প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। অত্যাধুনিক প্রযুক্তির ওয়ালটনের এই প্রিন্টারে কম্পিউটার বা ল্যাপটপের পাশাপাশি অ্যাপের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাব ব্যবহার করেও সহজেই প্রিন্ট করা যাবে।
সম্প্রতি ওয়ালটন আয়োজিত ‘অ্যাডভান্সড টেকনোলজি সল্যুশন বা এটিএস এক্সপো-২০১৪’ শীর্ষক শিল্পমেলায় নতুন মডেলের এই প্রিন্টার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) লিয়াকত আলী, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন এবং ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
‘প্রিন্টন’ ব্র্যান্ডে বাজারে আসা ওয়ালটনের এই প্রিন্টারটির মডেল প্রিন্টন ওপি৪০১ডিডব্লিউ। ওয়ালটনের এই প্রিন্টারে ১.২ গিগাহার্জ প্রসেসর এবং ৫১২ মেগাবাইট মেমোরি রয়েছে। এর প্রিন্টিং স্পিড ৪০ (এ ফোর) এবং ৪২ (লেটার) পিপিএম। এই প্রিন্টারে কমান্ড দেয়ার ৬.৯ সেকেন্ডেরও কম সময়ে প্রথম পেইজ প্রিন্ট হবে। এর মান্থলি ডিউটি সাইকেল ১ লাখ পেইজ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ