২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সেরা প্যাভিলিয়নের স্বীকৃতি পেয়েছে দেশের শিল্পগ্রুপ প্রাণ-আরএফএলের চারটি অঙ্গ প্রতিষ্ঠান। আকর্ষণীয় প্যাভিলিয়ন, সেবার মাধ্যমে গ্রাহকদের প্রশংসা অর্জন ও মেলার সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার দিয়েছে আয়োজনকারী সংস্থা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।
প্রিমিয়ার প্যাভিলিয়ন ক্যাটাগরি-বি তে প্রথম পুরস্কার পেয়েছে আরএফএল প্লাস্টিকস লিমিটেড। এছাড়া প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে প্রাণ এগ্রো লিমিটেড প্রথম, জেনারেল স্টল ক্যাটাগরিতে আরএফএল ইলেকট্রনিক্স প্রথম ও প্রিমিয়ার স্টল ক্যাটাগরিতে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তৃতীয় পুরস্কার জিতে নিয়েছে। সম্প্রতি রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
অনুষ্ঠানে আরএফএল প্লাস্টিকসের পক্ষে হেড অব মার্কেটিং শফিক শাহীন, প্রাণ এগ্রোর পক্ষে জেনারেল ম্যানেজার তোষন পাল, আরএফএল ইলেকট্রনিক্সের পক্ষে এরিয়া ম্যানেজার ইয়াসির মোহাম্মদ সুহার্তো ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজের পক্ষে সাব-অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার শফিকুল ইসলাম শাকিল পুরস্কার গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ