ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবদেন করেছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগ।
বুধবার সকাল ১০টায় বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা বামুনীয়া গ্রামে মরহুম দবিরুল ইসলামের কবরে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা শেষে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিরুল ইসলাম সুমন, সাধারণ গোলাম রব্বানিসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে বালিয়াডাঙ্গী উপজেলা শহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি ফোলকে পুস্প মাল্য অর্পণ করেন ছাত্রলীগের নেতারা।
এছাড়া বিকেল ৩টায় উপজেলা শহরের আনন্দ র্যালি বিকেল ৪টায় ছাত্রলীগ পার্টি অফিসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে বলে জানান উপজেলা ছাত্রলীগের সভপতি মোমিরুল ইসলাম সুমন।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল