কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকার প্রদত্ত বিনামূল্যের বই বিতরণের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মহিবুর রহমান কচি, জগন্নাথ ইউনিয়ন আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু আহমেদ, ১নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন মুছা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সুলতানা রাজিয়া, খোদেজা আক্তার, নার্গিস আক্তার, অফিস সহকারি আবদুল কুদ্দুস জাহাঙ্গীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/এনায়েত করিম