দুই এএসআইয়ের ওপর হামলার ঘটনায় কুমিল্লা মুরাদনগরে বুধবার ৩০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আহত দুই এএসআই হলেন সুমন চাকমা ও সফিক মিয়া। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাহাপুর উত্তর পাড়া খেয়াঘাট এলাকায় অভিযান চলাকালে তাদের ওপর হামলা চালানো হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেয়ার অপরাধে ১৫ জনের নাম উল্লেখসহ মোট ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জাড়িতদের আটকে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
পুলিশ সূত্র আরও জানায়, মঙ্গলবার সন্ধ্যায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে এএসআই সুমন চাকমা ও এএসআই সফিক মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এএসআই সুমন চাকমাকে ভর্তি করা হয়েছে। সফিক মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা