ভালুকায় বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে দলীয় কার্যলয় থেকে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে এসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজ্জামান মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তুফা, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দিন ধনু, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী প্রমুখ।
র্যালিতে কলেজ ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল