চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া বেলতলা রেলগেটে ট্রেনের ধাক্কায় রাফি (৫) নামের এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরও তিন ব্যক্তি।
আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, বুধবার সকাল ১০টার দিকে খুলনা থেকে সৈয়দপুরগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি বেলতলা রেলগেটে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারে থাকা রাফি ঘটনাস্থলে মারা যায়। আহত হন আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খোকন (৫৪), তার মেয়ে অ্যানি আখতার (৩০) ও অ্যানি আখতারের মেয়ে রাফিয়া (৭)। নিহত রাফিও অ্যানি আখতারের মেয়ে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাস্থলটি একটি অবৈধ রেলক্রসিং। প্রাইভেট কারে চড়ে আনোয়ার হোসেন খোকন ও তার পরিবারের অন্যরা চুয়াডাঙ্গার সরোজগঞ্জের দিকে যাচ্ছিলেন।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা