পতাকা উত্তোলন, শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন, কেককাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।
এরপর সাবেক ও বর্তমান নেতাকর্মীদের এক বিশাল আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শোভাযাত্রাটি চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এখানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর জেলা ছাত্রলীগের সভাপতি শাকিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুর রেজার সঞ্চালণায় আলোচনা সভায় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মসূচীগুলিতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাংসদ জিয়াউর রহমান, জেলা আ’লীগের সহসভাপতি ও সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রুহুল আমীন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ তথ্য ও প্রযূক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ অপু, ফাইজার রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক শহীদুল হুদা, গোলাপ হোসেন, শহীদুল রুমুসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
এদিকে জেলা জাসদ ছাত্রলীগ পৃথক কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষির্কী পালন করেছে। এ উপলক্ষে বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনার থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, জেলা জাসদের সভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবজোট সভাপতি তরিকুল ইসলাম, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, কর্ণেল তাহের সংসদের সাধারণ সম্পাদক আবু হেনা, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আব্দুল আজিজ, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রামিম হোসেনসহ জাসদ ও জাসদ ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল