পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে পৌর শহরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরিপট্টিতে এক পথসভার আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান সুজন মোল্লা এতে সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, অধ্যক্ষ দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনঞ্জুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সোহাগ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল হাসনাত খালিদ প্রমুখ।
এর আগে স্থানীয় দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা