রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তৌহিদুল ইসলাম (২৮)। তিনি উপজেলার ভালুকগাছি ইউনিয়নের তেলিপাড়া চকদোমাদী গ্রামের তৈয়ব আলীর ছেলে। আজ সকালে বাড়ির পাশের একটি বাগানের আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আমগাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তৌহিদুলের লাশ ঝুলছিল। স্থানীয়রা তা দেখে পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
ওসি জানান, তৌহিদুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার