ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে কৃষক লীগের উদ্যোগে রবিবার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাহাপুর বাজারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম।
সাবেক ইউপি চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আহসান উজ্জামান আজাউল, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম পাচু, শাহাদাত হোসেন শিপা, লুৎফর রহমান, আকরামুজ্জামান মৃধা রুকু, দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী সিরাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। বর্তমান সরকার দেশের উন্নয়নের যে রোডম্যাপ তৈরী করেছে সেই রোডম্যাপ বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগ সরকারকে ফের ক্ষমতায় আনতে হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন