বগুড়া শাজাহানপুর উপজেলায় বেতনসহ অন্যান্য ভাতা পরিশোধের দাবীতে অবস্থান পালন করেছেন গ্রাম পুলিশরা।
রবিবার সকাল ১০টা থেকে দুপুড় ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের পাদদেশের পার্শ্বে এই কর্মসূচি পালন করা হয়।
গত ৫ মাস যাবৎ বেতন না পাওয়ায় স্বপরিবারে মানবেতর জীবন যাপন করছেন ৯টি ইউনিয়নের ৭জন গ্রাম পুলিশ দফাদার এবং ৮৬জন গ্রাম পুলিশ মহল্লাদার। এই সময়গুলোর থানা হাজিরা, উৎসব ভাতা সহ অন্যান্য পাওনা কিছুই না পাওয়ার কথা জানিয়েছেন তারা।
গ্রাম পুলিশ সংগঠনের শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন দাস সহ অনেকে জানান, দফাদারদের ৩৪ শ' টাকা বেতনের ১৭শত টাকা ইউনিয়ন পরিষদ থেকে এবং ১৭শত টাকা উপজেলা পরিষদ থেকে দেয়ার নিয়ম। গ্রাম পুলিশ মহল্লাদারদের ৩ হাজার টাকা বেতনের ১৫শ' টাকা ইউনিয়ন পরিষদ থেকে এবং ১৫শ' টাকা উপজেলা পরিষদ থেকে দেয়ার নিয়ম। থানা হাজিরার ১২শত টাকা উপজেলা পরিষদ থেকে দেয়ার নিয়ম। মুসলমান গ্রাম পুলিশদের ২ ঈদে বেতনের সম পরিমান উৎসব ভাতা দেয়ার নিয়ম এবং হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গা পূজায় বেতনের সম পরিমান টাকা উৎসব ভাতা দেয়ার নিয়ম। নানান অযুহাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সময় ক্ষেপন করছেন।
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার গ্রাম পুলিশদের বেতন দেয়া হয়েছে। বরাদ্ধ পেলে আবারো দেয়া হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন