শ্রীমঙ্গলে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, পর্যটকবাহী বাসটিতে নাটোরের মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও তাদের পরিবারবর্গ ছিলেন। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিল। মৌলভীবাজার জেলার মাধবকুন্ড জলপ্রপাত দেখে ফেরা পথে এ দুর্ঘটনা ঘটে। আহতদের শ্রীমঙ্গলের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীমঙ্গলের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা আব্দুল কুদ্দুস বলেন, আহতদের মধ্যে দুই নারীর কলার বোন এবং একজনের কোমরে ফ্যাকচার হয়েছে।
বিডিপ্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান