কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আয়েশা বেগম (৬০) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন।
রবিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমী রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দক্ষিণ কাইচ্ছুটি গ্রামের আব্দুল মমিনের স্ত্রী।
স্থানীয় ইউপি মেম্বার নাছির উদ্দিন জানান, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি বৃদ্ধাকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশটি শনাক্ত করে বাড়িতে নিয়ে যায় বলে জানান তিনি।
বিডিপ্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান